Home / জাতীয় / করোনা নিয়ন্ত্রণে আছে ,তবুও সচেতনতা জরুরি : স্বাস্থ্যমন্ত্রী
health_minister_dr_

করোনা নিয়ন্ত্রণে আছে ,তবুও সচেতনতা জরুরি : স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ বিভিন্ন দেশের মাধ্যমে সাড়ে ২৯ কোটি করোনা ভ্যাকসিন পেয়েছে। আমাদের ফ্রন্ট লাইনারদের প্রায় ৯৭ থেকে ৯৮ শতাংশ লোক ভ্যাকসিনেটেড হয়েছে। এখন করোনায় মৃত্যু প্রায় শূন্যের কোটায়,সংক্রমণের হারও এক শতাংশের নিচে নেমে এসেছে।

মঙ্গলবার ২৯ মার্চ দুপুর ১২ টায় ষষ্ঠ আন্তর্জাতিক প্লাস্টিক সার্জারি কনফারেন্স এবং শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মুজিব কর্নার ও বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।

তিনি বলেছেন,‘দেশের ৭৫ % মানুষ টিকা পেয়েছে। সবমিলিয়ে দেশে এখন পর্যন্ত ২৩ কোটিরও বেশি টিকা প্রয়োগ সম্ভব হয়েছে। একইসঙ্গে করোনা নিয়ন্ত্রণে রাখতে সবাইকে নিয়মিত মাস্ক পরতে এবং টিকা নেয়ারও আহ্বান জানান ।’

২৯ মার্চ ২০২২
এজি