একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন আজ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।
একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু হয় সোমবার ২৮ মার্চ। বিকেল ৫টায় স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের এ অধিবেশন বসে।
৯ মার্চ রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
নিয়ম অনুযায়ী,একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করতে হয়। গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদের ১৬তম এবং বছরের প্রথম অর্থাৎ শীতকালীন অধিবেশন শেষ হয়।
এটি ২০২২ সাল দ্বিতীয় অধিবেশন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur