মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফরিদগঞ্জের কৃতি সন্তান, আওয়ামীলীগ কাতার শাখার সহ-সভাপতি, শিল্পপতি ও সমাজ সেবক সিআইপি জালাল আহমেদের পক্ষে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
২৬ মার্চ শনিবার সকালে উপজেলা সদরের বাসষ্ট্যান্ড থেকে রেলি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং পরে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপিস্থত ছিলেন সিআইপি জালাল আহমেদের ছোট ভাই পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাবু, বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ, আব্দুস ছামাদ পাটওয়ারী, হাবিলদার আবুল কালাম, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি জসিম উদ্দিন দিদার, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল গাফ্ফার সজিব, ইউপি সদস্য নান্টু মিজি, পৌর শ্রমিক লীগের সভাপতি কাজী কাউছার, যুবলীগ নেতা ইসমাইল হোসেন, রিপন পাটওয়ারী, ইউপি সদস্য ইব্রাহিম মৃধা, যুবলীগ নেতা স্বপন পাটওয়ারী, মনির হোসেন, নুরুন্নবী পাটওয়ারী, আব্দুল করিম বিপ্লব, কিরণ, মাছুম পাটওয়ারী, এম এম সোহেল রানা, মিরাজ মিজি, মোঃ আরিফ শেখ, মজিবুর রহমান সুমন, ইব্রাহিম শেখ, জয়, মিলন খানসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মি উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৬ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur