Home / জাতীয় / বাংলাদেশের বিচার বিভাগ জাতীয় উন্নয়নের মাইলফলক : রাষ্ট্রপতি
বাংলাদেশের
ফাইল ছবি

বাংলাদেশের বিচার বিভাগ জাতীয় উন্নয়নের মাইলফলক : রাষ্ট্রপতি

বাংলাদেশের বিচার বিভাগ জাতীয় উন্নয়নের মাইলফলক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার সকাল ১১টার দিকে জাতীয় বিচারপতি সম্মেলন- ২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

পূর্ব ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে আজ এ সম্মেলন শুরু হয়।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বিচারপতিদের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন । সভাপতিত্ব করছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বিশেষ অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিছুল হক।

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিচারকগণ সম্মেলনে অংশ নিয়েছেন।

বিচারকগণ তাদের বক্তব্যে বিচারক বাড়ানো, তাদের যাতায়াতের জন্য গাড়ি বাড়ানো ও আবাসন ও এজলাসের সংকট নিরসনসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

সম্মেলনে পলক বলেন, সরকারের সীমিত অর্থের মধ্যেও বিচার বিভাগের সমস্য সমাধানে বাড়ানোর চেষ্টা চলছে। বিশেষ করে ডিজিটালাইজ করার সর্বোচ্চ চেষ্টা চলছে।

নিউজ ডেস্ক || আপডেট: ০১:২৩ পিএম, ২২ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার

এমআরআর