চাঁদপুরে ফের স্থগিত হলো জেলা বিএনপি’র সম্মেলন। গত ২১ মার্চ সোমবার বিকাল ৪টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কদের একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্যা সেলিম। বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশে আগামী ৩১ মার্চ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু নতুন তারিখ ঘোষণার ২ দিনের মাথায় আবারও বাতিল হলো সদ্য ঘোষিত তারিখ।
এর আগে জেলা বিএনপি’র গত ৮ অক্টোবরের সিদ্ধান্তের আলোকে গত ২৩ অক্টোবর জেলা বিএনপি’র সম্মেলন হওয়ার কথা থাকলেও সেবারও অনিবার্য কারণ বশতঃ সম্মেলনের তারিখ পিছিয়ে দেওয়া হয়। এরপর গত ২১ মার্চ সম্মেলনের নতুন তারিখ ৩১ মার্চ ধার্য করা হলেও তা আর হচ্ছে না বলে জানান চাঁদপুর জেলা বিএনপি।
চাঁদপুর জেলা বিএনপি’র এক বিজ্ঞপ্তিতে জানান হয় যে, অনিবার্য কারণ বশতঃ আবারও বাতিল করা হয়েছে জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ। তবে আগামী ২ এপ্রিল সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে বলে জেলা বিএনপি সূত্রে জানা যায়।
স্টাফ করেসপন্ডেট, ২৪ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur