চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী জগতপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন বৃহস্পতিবার দিনভর উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ে ৮শ ৭৯জন ভোটারের মধ্যে ৪শ ৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৬৯ ভোট বাতিল হয়।
নির্বাচনে ৭জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ৩২৭ ভোট পেয়ে মো. হোসেন ইমাম (১ম), ২৯৯ ভোট পেয়ে মো. আতিকুল হক বাচ্চু (২য়),২৭৬ ভোট পেয়ে মাহবুবুর রহমান মামুন (৩য়) ও ২৫২ ভোট পেয়ে আলমগীর হোসেন (৪র্থ) স্থানে বিজয়ী লাভ করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন ও ফলাফল ঘোষনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশ্রাফ খান।
এসময় উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল মুন্সী,সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ এলাহী সুবাস,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন,সমাজসেবক ইসহাক মিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur