চাঁদপুরের ফরিদগঞ্জে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর সাঁত দিন ব্যাপি মেলা সমাপ্ত হয়েছে। ২৩ মার্চ বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বিআরডিবি মাঠে সপ্তাহ ব্যাপী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলার সমাপনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউরী হরির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
বিশেষ অথিতি বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, ডেপুটি কমান্ডার আলী আহমেদ, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান।
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা রাজনৈতিক নেতৃবিন্দু।
উল্লেখ্যঃ ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলেছে এ মেলা। এছাড়া বঙ্গবন্ধুকে নতুন প্রজম্মের কাছে তুলে ধরতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও প্রবীণ মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করা হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৩ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur