নিজেকে সিনেমাপ্রেমী আখ্যা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান,আকাশ পথে চলাচলের সময় প্রায়ই বাংলা সিনেমা দেখেন। এমনকি কেউ তার কাছে চলচ্চিত্র পাঠালে তিনি সেটা আগ্রহ সহকারে দেখেন।
আজ ২৩ মার্চ বেলা সাড়ে ১২ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলা জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
তার ভাষ্য,‘প্লেনে করে দেশের বাইরে গেলে দেশি সিনেমা দেখি। প্রোডাকশনগুলো খুব ভালো লাগে। কেউ যদি পেনড্রাইভে ছবি পাঠান সেটাও দেখি। ভালোই লাগে সিনেমা দেখতে। আমাদের দেশে সুপ্ত প্রতিভা আছে। তাদের কাজ দেখে মুগ্ধ হই।’
ভিডিও কলে নিজ কার্যালয় থেকে যুক্ত হয়ে কথাগুলো বলেন তিনি। প্রধানমন্ত্রী মনে করেন,চলচ্চিত্রে জীবন দর্শন প্রকাশ পায়। ইতিহাসের বার্তাবাহক চলচ্চিত্র। তাই বিনোদনের সাথে শিক্ষামূলক নির্মাণে উৎসাহ দেন তিনি।
আজ ২৩ মার্চ ৩২ জনকে জাতীয় পুরস্কার-২০২০ প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ পদকগুলো তুলে দেন।
এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেলেন খ্যাতিমান দু’বর্ষীয়ান তারকা আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ।
গুণী নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ সর্বোচ্চ ১১টি পুরস্কার জিতে নিয়েছে। ৮টি পুরস্কার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’।
২৩ মার্চ ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur