ঘন কুয়াশার কারণে শরীয়তপুর ইব্রাহিমপুর-চাঁদপুর হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ২৩ মার্চ বুধবার ভোর ৫টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় এ রুটে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ করা হয়।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল মোমেন জানান, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে সমস্যা হওয়ায় দুর্ঘটনা এড়াতে বুধবার ভোর ৫টায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
বর্তমানে এই রুটে ছোট-বড় ৭টি ফেরি চলাচল করছে।
স্টাফ করেসপন্ডেট, ২৩ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur