চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নিখোঁজের ৮ দিন পর লাশ হয়ে ফিরল আরাফাত (৭) নামের এক শিশু। বুধবার সকাল ১১টার উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদের পাশের জলাশয় থেকে তার লাশ উদ্ধার করে পুুলিশ। শিশু আরাফাত ওই গ্রামের হাফেজ আহমেদের ছেলে। সে ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।
জানা যায়, গত ১৫ ডিসেম্বর দুপুর থেকে আরাফাত নিখোঁজ হয়। পরে এলাকায় অনেক মাইকিং করেও কোনো খোঁজ পাওয়া যায়নি। বুধবার সকালে মসজিদের পাশের জলাশয়ে তার লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় জনতা। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি চাঁদপুর টাইমসকে নিশ্চিত করে বলেন, প্রথমিক ভাবে জানা গেছে শিশুটির মৃগী রোগ ছিল। তার লাশ ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।
আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট
|| আপডেট: ০৫:৫২ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৫, বুধবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur