পবিত্র মাহে রমজান উপলক্ষে পালবাজার আড়তদার ঐক্য পরিষদের বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে চাঁদপুর প্রেসক্লাবের ভবনের এলিট চাইনিজ রেস্টুরেন্টে সভাপতির বক্তব্য রাখেন আলহাজ মো. বাদশা ভূইয়া।
পালবাজার আড়তদার ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক আলমগীর খানের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফারুক মৃধা, সিনিয়র সহ-সভাপতি হুমায়ন কবির মাস্টার, স্বপন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব তপাদার, কোষাধ্যক্ষ মানিক বেপারী, প্রচার সম্পাদক মাহফুজ মিজি,সদস্য মো. হারুন, রাসেল মিজি, লুৎফর রহমান ছৈয়াল, নিশান মজুমদার, মো. এমরান বেপারী, মো. হোসেন, বাহার উদ্দিন মৃধা, জুবায়ের মৃধা, সৈয়দ খান, মো. মিশন, রিয়াদ হোসেনসহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতি এবং পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানান। এছাড়া বাজারে শৃঙ্খলা ও যানজট পরিস্থিতি ঠিক রাখা। বাজারে মালামাল গাড়িতে লোড আনলোড নিদিষ্ট স্থান নিয়ে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রতিবেদক: শরীফুল ইসলাম, ২০ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur