Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে গাঁজাসহ ২ মাদক কারবারী আটক
আটক

ফরিদগঞ্জে গাঁজাসহ ২ মাদক কারবারী আটক

ফরিদগঞ্জে গাঁজাসহ দু’মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। ১৫ মার্চ মঙ্গলবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এস.আই মো.নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর সাকিনস্থ চান্দ্রা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারী মো.আরমান হোসেন চৌধুরী(২২) ও মোজাম্মেল হাসান(২২) কে দু’শ গ্রাম গাঁজাসহ আটক করেছে।

আটককৃত মাদক করবারী মো.আরমান হোসেন সকদি রামপুর এলাকার চৌধুরী বাড়ির ফজলু চৌধুরীরর ছেলে এবং মোজাম্মেল হাসান একই ইউনিয়নের পাটওয়ারী বাড়ির মো.দুলাল পাটোয়ারীর ছেলে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান,গাঁজাসহ দু’আসামীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সিমুল হাসান
১৫ মার্চ ২০২২