Home / শিক্ষাঙ্গন / পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা নেয়া হবে : শিক্ষামন্ত্রী
Dr-Dipo-Moni-...
ফাইল ছবি

পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা নেয়া হবে : শিক্ষামন্ত্রী

করোনাভাইরাসের কারণে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে রেমিডিয়াল ক্লাস ও পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।

সৈয়দপুর বিমানবন্দরে রোববার ১৩ মার্চ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী জানান, ১৫ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান পুরোদমে চলবে। করোনার কারণে কিছু ঘাটতি হয়েছে। সে ঘাটতিগুলো পূরণের জন্য রেমিডিয়াল ক্লাস যেগুলো হওয়ার কথা, সেগুলো হবে।

এ ছাড়া যারা এসএসসি,এইচএসসি পরীক্ষা দেবে,তাদের পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা নেয়া হবে।

এর আগে গতকাল শনিবার শিক্ষামন্ত্রী বলেছিলেন,‘করোনার সংক্রমণ কমে এসেছে এবং সার্বিক পরিস্থিতিও এখন স্বাভাবিক হয়েছে। বিশেষজ্ঞদের সুপারিশ নিয়ে আমরা আগামি ১৫ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছি। ওই দিন থেকে শ্রেণিকক্ষে পুরোদমে ক্লাস শুরু হবে।’

এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘স্কুল-কলেজে স্বাভাবিক পাঠদান কার্যক্রম শুরুর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে শিগগিরই স্কুল-কলেজে স্বাভাবিক রুটিনে ক্লাস শুরু হবে।’

করোনার কারণে দু’বছর বন্ধ থাকার পর আগামি ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান। ৯ মার্চ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেনের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিকভাবে সপ্তাহে দু’দিন ক্লাস হবে।

১৩ মার্চ ২০২২
এজি