চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট সেটু কুমার বড়ুয়া এ অভিযানের নেতৃত্ব দেন। নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলে তিনি জানান।
সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন, বাজারে বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা মূল্য মুছে ফেলে বিক্রি করার উদ্দেশ্যে দোকানে সাজিয়ে রাখায় দুটি মুদি দোকানের ৭ লিটার সয়াবিন তেল জব্দ করা হয় এবং জব্দকৃত সয়াবিন তেল স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া ৫ কেজি মেয়াদোত্তীর্ণ ঘি এর কৌটা জব্দ করে বিনষ্ট করা হয়।
এছাড়া অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ০৩ টি দোকানে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরো বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। এসময় সাথে ছিলেন,মতলব দক্ষিণ থানার এএসআই সুমন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১২ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur