Home / উপজেলা সংবাদ / কচুয়ায় ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
মাদক

কচুয়ায় ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

চাঁদপুরের কচুয়ায় ১১ কেজি গাঁজাসহ কুদ্দুস শেখ ও আরজান খাঁ নামের দ্ইুজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে জগতপুর এলাকায় রিলাক্স বাসে তল্লাসি চালিয়ে এসআই মামুনুর রশিদ সরকার ১১ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, বাগেরহাট জেলার কচুয়া থানার গজালিয়া গ্রামের সরোয়ার শেখের ছেলে কুদ্দুস শেখ ও গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার আব্দুল হাকিমের ছেলে আরজান খাঁ।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে এবং জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১১ মার্চ ২০২২