চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামে অভিনব কায়দায় সিধঁ কেটে এক রাতে ৪ বাড়িতে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
শনিবার রাতে পালাখাল গ্রামের বরকান্দাজ বাড়িতে রেনুজা বেগম, ইউসুফ বরকান্দাজ,সফিক ও আবু ছালেহ এর গৃহে সিধ কেটে কৌশলে প্রবেশ করে নগদ টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। ক্ষতিগ্রস্থদের মধ্যে আবু ছালেহ এর নগদ ২০ হাজার টাকা,৩টি মোবাইলসহ মূল্যবান মালামাল,রেনুজা বেগমের গৃহে থাকা ২টি আংটি,২টি নাকের ফুল ১টি স্বর্নের চেইন, ১টি মোবাইল সেট ও ১টি লাইট নিয়ে যায়।
এ ঘটনায় খবর পেয়ে গতকাল রবিবার সকালে ইউপি চেয়ারম্যান হাবিব মজুমদার জয় ও কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৬ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur