চাঁদপুরের হাজীগঞ্জে ফসলের মাঠ থেকে বিল্লাল হোসেন ভূঁইয়া (৫৫) নামে এক দিনমজুরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে উপজেলার ১০নং গন্ধব্যপুর ইউনিয়নের কাশিমপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে হাজীগঞ্জ থানা পুলিশ।
বিল্লাল হোসেন ছেলে আকবর হোসেন ভূঁইয়া জানান, পাশেই ডাটরা শিবপুর গ্রামে নিকটাত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল তার বাবা। সন্ধ্যার পর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু সন্ধ্যার পরেই ইরি-বোরো স্কিমের ম্যানেজার প্রথমে তার মৃতদেহটি পাশে পড়ে থাকতে দেখেন।
পরে পুলিশে খবর দিলে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ জুবায়ের ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মৃত বিল্লাল হোসেন ভূঁইয়ার তিন ছেলে এক মেয়ে রয়েছে।
ময়নাতদন্ত শেষে লাশ নিকট আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছে হাজীগঞ্জ থানা পুলিশ।
হাজীগঞ্জ প্রতিনিধি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur