মার্চ-এপ্রিল দুইমাস জাটকা রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনায় জেলা ট্রস্কফোর্সের অভিযান অব্যাহত রয়েছে। রোববার অভিযানের ৬ষ্ঠ দিনও কোস্টগার্ড, নৌ পুলিশ মৎস পৃথক অভিজান চালাচ্ছে।
এদিকে জেলেদের খাদ্য সহায়তায় ইতোমধ্যে বিজিএফনএর চাল বিতরণ শুরু হয়ে। তবে জেলেদের অভোযোগ বিজিএফ এর ৪০ কেজি চাল দিয়ে কোন ভাবেই সংসার চালানো যায় না। এছাড়া অনেক পেশাদার জেলে নিবন্ধনের আওতায় আসেনি বলেও জানিয়েছেন।
জেলা প্রশাসন জানায়, জাটকা রক্ষায় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই অভিযান চলবে। পদ্মা ও মেঘনা নদীর বিশাল এলাকাজুড়ে জেলা প্রশাসনের নেতৃত্বে এবং মৎস্য বিভাগের ব্যবস্থাপনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে মৎস্য আইনে ২ বছরের সর্বোচ্চ কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।
প্রতিবেদক: শরীফুল ইসলাম, ৬ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur