চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলব বাজারে শনিবার বিভিন্ন মুদি দোকানে ভেজাল বিরোধী অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভুমি সেটু কুমার বড়ুয়া। অভিযানে বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা মূল্য মুছে ফেলে বিক্রি করার উদ্দেশ্যে দোকানে সাজিয়ে রাখার অপরাধে অপু তপু ঘোষের মুদি দোকানের ৫৬ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। পরে ওই জব্দকৃত সয়াবিন তেল স্থানীয় ৪টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ০৫ টি দোকানে ১৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সে দোকানগুলোর মধ্যে রয়েছে আব্দুস সাত্তারের মুদী দোকানে ২০০০ টাকা,নারায়ণ স্টোরে ২০০০ টাকা, সুনীল স্টোরে ৩০০০ টাকা ও রেজাউল করিমের দোকানে ৩০০০ টাকা।
এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার এসআই রফিকুল ইসলাম।
সহকারী কমিশনার ভুমি সেটু কুমার বড়ুয়া বলেন, ‘নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।ভোক্তাদের অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।’
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৫ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur