চাঁদপুরের হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ ই মার্চ, ১৭ ই মার্চ ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাইমচর উপজেলা পরিষদ কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতি সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, হাইমচর উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার, হাইমচর সরকারি মহাবিদ্যালয় অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, হাইমচর উপজেলা মুক্তি যোদ্ধা ডেপুটি কমান্ডার ডাঃ মোঃ হাফেজ আহমেদ পাটওয়ারী, হাইমচর থানা অফিসার তদন্ত উৎপল, বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নান, উপজেলা মৎস্য অফিসার মোঃ মিজানুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ জিল্লুর রহমান জুয়েল, হাইমচর প্রেসক্লাবে সহ-সভাপতি মোঃ ইসমাইলসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।
প্রতিবেদক: বি এম ইসমাইল, ৩ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur