চাঁদপুরের কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়ন আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক ও প্রবীণ আওয়ামী লীগ নেতা নাজির হোসেন (৭৫) মঙ্গলবার রাত ১১ টার সময় নিজ বাড়ীতে হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লি….. রাজিউন)।
বুধবার সকাল ১১টায় স্থানীয় ঈদগাঁও মাঠে জানাজার নামাজ শেষে মরহুমকে তাঁর দোঘর গ্রামের পারিবারিক দাফন করা হয়। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ছেলে, ৪ মেয়েসহ বহুগুনগাহী রেখে গেছেন।
নাজির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলার আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী, সাধারন সম্পাদক মো.সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা পরিষসদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও কাদলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, সদস্য ইঞ্জি.মজিবুর রহমান, কাদলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল হাছানাত ফরহাদ,উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদ হাসান নয়ন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সফিকুল ইসলাম স্বপন পাঠানসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur