মহান স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে চাঁদপুরের কচুয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউপি সদস্য মো. শাহজালাল মিয়ার সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সাজেদুল ইসলাম স্বপনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান জয়।
বক্তব্য রাখেন, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম,প্রভাষক ইয়াছিন মিয়া,ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সম্পাদক ডা. জাহাঙ্গীর,সমাজসেবক মাহবুব আলম,জসিম উদ্দিন প্রমুখ।
একই দিনে স্থানীয় সরকার বিভাগের কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের কারিগরি সহযোগিতায় ইউনিয়নের বিভিন্ন উন্নয়নের কার্যক্রমের দিক নির্দেশনা নিয়ে ওয়ার্ড সভা করা হয়।
এসময় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ১ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur