চাঁদপুরে এ পর্যন্ত ৬৭ দশমিক ৩ ভাগ নর-নারীকে টিকা প্রয়োগ করা হয়েছে। জেলা-উপজেলায় জেলা-উপজেলায় গণ টিকার দিন প্রয়োগ ২ লাখ ৫ হাজার জন নর-নারীকে বা ১৮ বছর বয়সের ওপরে সকলকে এটি কার অন্তর্ভুক্ত করা হয়েছে। চাঁদপুরের লক্ষমাত্রা ছিল ৯১ হাজার ৮শ । অথচ ঐদিন ৩০১টি কেন্দ্রের এর মাধ্যমে ২ লাখ ৫ হাজার জনকে আওতায় আনা হয়েছে।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালযয়ে ২৮ ফেব্রুয়ারি দুপুরে মেডিকেল অফিসার ডা.ইছারুহুল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেঁধে দেয়া একটি এলাকার মোট জনসংখ্যার ৭০ ভাগ টিকা প্রয়োগে আসলে বুঝা যাবে ঐ এলাকায় অগ্রণী ভূমিকা পালন করেছে। সেক্ষেত্রে চাঁদপুরে মোট অর্জিত হয়েছে ৬৭ শতাংশ। আর ৬৫ হাজার মানুষকে অন্তর্ভুক্ত করা যেতে পারলেই চাঁদপুর জেলা ৭০ ভাগে পেীছে যাবে। আজও প্রথম প্রদান করা হচ্ছে।’
স্কুল-কলেজের শিক্ষার্থীদের টিকা প্রয়োগে খুবই সন্কোষজনক পর্যায়ে চাঁদপুর জেলা বলে তিনি মন্তব্য করেন।
জেলার বিশেষ বিশেষ এলাকা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কেন্দ্রে সোমবার টিকা প্রদান করা হয়েছে বলে ঐ মেডিকেল কর্মকর্তা জানান।
আবদুল গনি
১ মার্চ ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur