চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকা থেকে ৩.৭৪ গ্রাম প্রথম শ্রেণীর মাদক ক্রিস্টাল মেথ আইস ও ৫৩ পিস ইয়াবাসহ রুবেল মোল্লা (৩০) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। সে উপজেলার হাজীপুর গ্রামের মৃত মোক্তার হোসেন মোল্লার ছেলে।
২৬ ফেব্রুয়ারি শনিবার ভোর রাতে মাদকসহ তাকে আটক করা হয়।
থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, গোপন ও নির্ভর যোগ্য তথ্যের ভিত্তিতে রুবেল হোসেন মোল্লাকে আটক করা হয়েছে।এসময় তার সাথে প্রথম শ্রেণীর মাদক ক্রিস্টাল মেথ আইস ৩.৭৪গ্রাম ও ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট মাদক উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
পরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সাথে ছিলেন পুলিশ পরিদর্শক(তদন্ত)মোঃ মাসুদ, এসআই সরোজ রতন আচার্য্য সঙ্গীয় ফোর্স।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৬ ফেব্রুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur