ডেস্ক:
টকশোতে আবার মারামারি! আবার হাতাহাতি। আর এবার এই মল্লযুদ্ধে অবতীর্ন হয়েছেন অধ্যাপক ড. শহীদুজ্জামান এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রশিদ(অব.)।
রাাত ১২টার পর ইটিভির ‘একুশের রাত’ টকশোতে এই হাতাহাতির ঘটনা ঘটে।
অনুষ্ঠানের প্রযোজক মাসুদুল হাসান রনি। আর উপস্থাপক মঞ্জুরুল আলম পান্না। উপস্থাপক বিরতিতে গিয়ে হাতাহাতি থামানোর চেষ্টা করেন ।
প্রযোক এবং উপস্থাপক এই হাতাহাতি নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। আর দুই আলোচকের সঙ্গে যোগাযোগ করেও তাঁদের পাওয়া যায়নি।
দেখুন টকশোর সেই মারামারি:
https://youtu.be/V9xh6kb9MPI
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur