চাঁদপুরের শাহরাস্তিতে ‘রঙ’ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শারীরিকভাবে চলাচলে অক্ষম অসচ্ছল ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
২৫ ফেব্রুয়ারি শুক্রবার ১১টায় সূচিপাড়া বাজার এলাকায় ‘রঙ’ সংগঠনের আয়োজনে সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন গ্রামের শারীরিকভাবে চলাচলে অক্ষম অসচ্ছল ব্যক্তিদের মাঝে এ হুইলচেয়ার বিতরণ করা হয়।
আয়োজক সূত্রে জানাযায় রঙ সংগঠন ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠার পর থেকে সামাজিক উন্নয়ন যেকোনো সেবামূলক কাজে অংশগ্রহণ করে থাকেন। তারই ধারাবাহিকতায় রংঙ সংগঠন এলাকার বিভিন্ন অসহায়, হতদরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের, শিক্ষাবৃত্তি, মহামারী করোনা কালীন সময় জনগণের পাশে থেকে জনগণকে বিভিন্নভাবে সহযোগিতা করে গেছেন, উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ অসহায়দের পাশে থেকে সেবামূলক কাজ করেন।
সংগঠনের সভাপতি মোঃ আল আমিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক উৎপল দত্তের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কোষাধক্ষ্য জাহিদ পারভেজ, শুভাকাঙ্ক্ষী রাশেদ আলম অপু, আয়েশা আনোয়ার প্রিয়াঙ্কা, সিদ্দিক, সজল, সদস্য রবিউলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন, ২৫ ফেব্রুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur