‘বন্ধুত্বে আলো-বন্ধুত্বে ভয়, বন্ধুত্বে শক্তি বন্ধুত্বেই জয়’ এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় বন্ধুত্বের বন্ধন স্মরনীয় রাখতে এসএসসি ৯৮ ব্যাচের জাগরিত বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কচুয়া হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি ৯৮ ব্যাচের আয়োজনে বন্ধুদের ব্যতিক্রমী এ মিলন মেলার আয়োজন করা হয়। দিনভর এ মিলন মেলায় আড্ডা, পরিচিতি সভা,আপ্যায়ন, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জি. মনিরুজ্জামান দেওয়ান মানিক।
এতে অনুষ্ঠানে সার্বিক ভাবে পরিচালনায় ছিলেন, রাসেল মেহেদী,কামরুল ইসলাম,বোরহান উদ্দিন,এনায়েত হোসেন,মাইন উদ্দিন রিপন,শিশির কুমার পোদ্দার,অলি হায়দার,কামরুল ইসলাম,ইয়াসমিন বেগম,বেলায়েত,টিটু ও শাহাদাত হোসেন জুয়েল প্রমুখ। এসময় এসএসসি ৯৮ ব্যাচের বন্ধু ও তাদের প্রিয়জনদের দীর্ঘদিন এক সাথে পেয়ে আনন্দে মেতে উঠেন সকলে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৫ ফেব্রুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur