চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা.রাজন কুমার দাস যোগদান করেছেন।
বুধবার তিনি কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। এর আগে ডা.রাজন কুমার দাস চাঁদপুর জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার মেহারণ গ্রামের অধিবাসী।
ডা.রাজন কুমার দাস গণস্বাস্থ্য মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পরীক্ষায় উর্ত্তীন হয়ে ৩৩ তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকুরীতে যোগদান করেন। তিনি পেশাগত দায়িত্ব পালনে ও সাধারন মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কচুয়ার সর্বস্তরের জনগনের সহযোগীতা কামনা করেছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ ফেব্রুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur