চাঁদপুরের কচুয়ায় ঐত্যিবাহী ড.মনসুরউদ্দীন মহিলা কলেজের এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো. গোলাম হোসেন ।
কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান,ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন,দাতা সদস্য হুমায়ন কবির,শিক্ষক শরিফুল ইসলাম,সংবর্ধিত শিক্ষার্থী সুমাইয়া আক্তার প্রমুখ।
এসময় কলেজের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২২ ফেব্রুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur