চাঁদপুর টাইমস করেসপন্ডেন্ট:
রোটার্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুর এর উদ্যোগের বৃক্ষরোপণ কর্মসূচি ২০১৫ শেরে-ই-বাংলা ছাত্রাবাস হলে বৃহস্পতিাব অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রোটারি ডিষ্ট্রিক ৩২৮২ ডিপুটি গভর্ণর ও রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল এর সাবেক সভাপতি রোটারিয়ান ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি ও (২০১৫-১৬) রোটাবর্ষের রোটার্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটারিয়ান মনিরুল ইসলাম (হিমেল), চাঁদপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক ও শেরে-ই-বাংলা হল সুপার মোঃ নজরুল ইসলাম, রসায়ন বিভাগের শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, রোটার্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেনের আই পিপি রোঃ এম.কে. সিহাব, সভাপতি রোঃ জি.এম. মোস্তাফিজ, সচিব রোঃ আবু সালেহ, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোঃ শাখাওয়াত মজুমদার, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর আল-আমিন মিয়াজি, সার্জেন্ট আরিফুল ইসলাম শান্ত, সদস্য আব্দুর রহমান স্বপন, রোটার্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল এর সচিব রোঃ নিয়াজ মোর্শেদ সহ শেরে-ই-বাংলা ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থীবৃন্দ।
ক্লাবের পক্ষ থেকে হল সুপারের নিকট বিভিন্ন প্রজাতির বৃক্ষ হস্তান্তরের মাধ্যমে কর্মসূচির কার্যক্রম শুরু হয়। বৃক্ষরোপণ শেষে ক্লাবের পক্ষথেকে ছাত্রাবাসের দায়িত্বরত শিক্ষকদেরকে শুভেচ্ছা উপহার তুলে দেন রোটারিয়ানবৃন্দ।
চাঁদপুর টাইমস- ডিএইচ/2015।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur