চাঁদপুরের কচুয়ায় খাল থেকে তৌহিদুল ইসলাম (৩০) নামের এক মাইক্রো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে কচুয়া পৌরসভাধীন কড়ইয়া কর বাড়ি সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে কড়ইয়া গ্রামের আশেক আলীর (আশুর) পুত্র।
নিহতের বড় ভাই নুরু মিয়া ও স্ত্রী সেলিনা বেগম চাঁদপুর টাইমসকে জানান, তৌহিদুল ইসলাম বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। আজ বিকালে স্থানীয় খেলারত ছেলেদের ক্রিকেট বল খালে পড়লে ওই ছেলেরা ব্যাটদ্বারা খালের কচুরিপানা সরিয়ে বলের সন্ধান করতে গিয়ে তৌহিদুল ইসলামের লাশ দেখতে পায়।
পরে ৯৯৯ নাম্বার কল পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এএসপি কচুয়া সার্কেল আবুল কালাম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান লাশ উদ্ধার করা হয়েছে । এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৮ ফেব্রুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur