চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল বলেছেন , ‘দেশের প্রাণিসম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার । দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি প্রাণিসম্পদ বিভাগের একটি গুরুত্বপর্ণ কাজ। প্রাণিসম্পদ অধিদপ্তর লাখ লাখ বেকার যুবক, যুব মহিলা, ভূমিহীন ও প্রান্তিক কৃষককে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে সম্পৃক্ত করে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিগত পাঁচ বছরে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক প্রায় ৫০.১৭ লাখ (বেকার যুবক, যুব মহিলা, দুস্থ মহিলা, ভূমিহীন ও প্রান্তিক) কৃষককে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে প্রশিক্ষণ প্রদান করে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব ঘোঁচানোর চেষ্টা করা হয়েছে। এ ছাড়া নতুন উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে একটি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কার্যক্রম চলমান আছে, যা বাস্তবায়ন হলে বেসরকারি পর্যায়ে প্রাণিসম্পদের ব্যাপক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি হবে।’
১৬ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় নিউ হোস্টেল মাঠে প্রদর্শনীর উদ্বোধন ও স্টল পরিদর্শন শেষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথাগুলো বলেছেন।
সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও প্রাণী সম্পদ অফিসের মাঠ সহকারী নাজমুন নাহার শ্রাবনীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, বিআরডিবির চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন, জেলা যুবলীগের সদস্য বাদল নন্দী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা প্রমুখ।
মেলায় উন্নত জাতের গাভী, ছাগল, ভেড়া,ঘোড়া, টারকী মোরগ,তিতির,কবুতর,গ্রীবাজ পাখি ঘুঘুসহ শতাধিক প্রাণীর স্টল স্থান পেয়েছে।
অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে প্রদর্শনীর উদ্ধোধন করেন আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল এমপি। সবশেষে স্টল পরিদর্শন করেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ। বিকালে অংশগ্রহণকারী স্টলের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৬ ফেব্রুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur