সাধারণ আবেদনে জেলা ও উপজেলা থেকে জলমহাল ইজারা প্রাপ্তির লক্ষ্যে সরকারি জলমহাল ব্যবস্থাপনানীতি,২০০৯ অনুযায়ী নিবন্ধিত ও প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতি কর্তৃক অনলাইনে ইজারার আবেদন দাখিলের ব্যবস্থা প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এ বিষয়ে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করেছে ভূমি মন্ত্রণালয়।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী চলতি বছরের গত ৯ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি জলমহাল ইজারা সংক্রান্ত কমিটির ৬৭তম সভায় সভাপতিত্ব করার সময় উন্নয়ন প্রকল্পের ন্যায় জেলা-উপজেলায় সাধারণ আবেদনে অনলাইনে জলমহাল ইজারার আবেদন দাখিলের বিধান প্রবর্তনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
এরই পরিপ্রেক্ষিতে ভূমি সচিব মো.মোস্তাাফিজুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জলমহাল ইজারার জন্য জেলা এবং উপজেলা থেকে সাধারণ আবেদনে অনলাইনে আবেদন দাখিলের বিধান চালু করা হয়।
স্বচ্ছতার জন্য জেলা এবং উপজেলা থেকে সাধারণ আবেদনে ১৪ এপ্রিল থেকে জলমহালের ইজারা ব্যবস্থাপনা কার্যক্রম নির্ধারিত বর্ষ পঞ্জিকার মধ্যে নিষ্পন্ন করার লক্ষ্যে প্রজ্ঞাপনে কর্মপরিকল্পনা করে সময় বেঁধে দেয়া হয়েছে।বাসস
বার্তা কক্ষ
১৩ ফেব্রুয়ারি ২০২২
এজি