চাঁদপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে ২শ’ পিস ইয়াবাসহ সুলতানা পারুল (৫০) নামে এক নারী মাদককারবারী গ্রেফতার করা হয়েছে। ১১ জানুয়ারি শুক্রবার বিকেলে হাজীগঞ্জ উপজেলার বাকিলা টু ফকির বাজার পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানায়, জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিরস্ত্র) আব্দুছ ছালাম সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।
এসময় চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন মধ্যসন্না সাকিনস্থ বাকিলা টু ফকির বাজার পাকা সড়কের উপর হইতে মাদক ব্যবসায়ী সুলতানা পারুল (৫০) ২শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
আটক সুলতানা পারুল হাজীগঞ্জ রাধাসার মজুমদার বাড়ির রাশেদুজ্জামান খান রুবেলের স্ত্রী এবং মোঃ আব্দুল মান্নানের মেয়ে। আসামীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ১১ ফেব্রুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur