কুমিল্লায় কোতয়ালি থানাধীন বিবির বাজার সাকিনস্থ গাজীপুর এলাকায় বুধবার বিশেষ অভিযান পরিচালনা করে ৮০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১। কুমিল্লা জেলার কোতয়ালী থানার গাজীপুর (বিবির বাজার) গ্রামের মৃত কাজী মাসুম জিলানীর ছেলে কাজী শাহিন(২৪) এবং ২। একই গ্রামের আবুল খায়ের খন্দকারের ছেলে মোঃ রায়হান খন্দকার রনি(২৬)।
র্যাব-১১ এর উপ-পরিচালক (কোম্পানী অধিনায়ক) মেজর মোহাম্মদ সাকিব হোসেন শনিবার এ তথ্য জানিয়েছেন।
৩ গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur