এবছরে বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধে মতলবের তুহিনের অভাবনীয় সাফল্য দেখা যায়। ঢাবি, রাবি, জবি সহ দেশসেরা ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকায় নিজের নাম লিখিয়েছেন মতলব দক্ষিণের মোঃ আব্দুল কাদের জিলানী (তুহিন)।
তুহিন মতলবগন্জ জে.বি. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখা থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৪৪ পেয়ে সরকারি তোলারাম কলেজে ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হয় সেখানেও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৫৮ পেয়ে ছুটে চলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে সেখানেও সাফল্য অর্জন করেন।
একাধারে তাঁর প্রাপ্ত বিশ্ববিদ্যালয় গুলোর তালিকাঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ,ঢাকা বিশ্ববিদ্যালয়ে উর্দু,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান,খুলনা বিশ্ববিদ্যালয়ে ব্যাবসায় প্রশাসন,কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং,ইসলামিক বিশ্ববিদ্যালয় এর ফাইন্যান্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ।
তুহিন জানায়,বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার ক্ষেত্রে প্রথমত যে জিনিস টা তাকে সাহায্য করেছে তা হলো কঠোর অধ্যাবসায়।তাছাড়া তার বাবা-মায়ের দোয়া সবসময় তাঁর সাথে ছিলো বলে সে এই পর্যন্ত আসতে পেরেছে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur