করোনা প্রতিরোধে দেশে টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর দুই ডোজ মিলিয়ে ১৬ কোটি ২৫ লাখ ৪৮ হাজার ৩৫২ ডোজ টিকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্যে তা জানা যায়।
এর মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন ৯ কোটি ৮৬ লাখ ৩৪ হাজার ৭৭৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ কোটি ৩৯ লাখ ১৩ হাজার ৫৭৭ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা।
গত বছরের ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশের টিকা কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকা কার্যক্রম শুরু হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশে বৃহস্পতিবার ৯ লাখ ৮৯ হাজার ৪৫ ডোজ টিকা দেওয়া হয়েছে।
আর দেশে গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত ১ কোটি ৪১ লাখ ২৬ হাজার ৫৮৯ স্কুল শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ২৫ লাখ ৫৮ হাজার ৮৪৭ জন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur