চাঁদপুরের কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান আর নেই (ইন্নালি…… রাজিউন)। বুধবার রাতে বাধ্যর্কজনিত কারনে তিনি নিজ বাসায় মারা যান।
আজ বৃহস্পতিবার উপজেলার আটোমোর গ্রামে মুক্তিযোদ্ধা সাদেকুর রহমানের জানাজা শেষে রাষ্ট্রীয় সম্মননা গার্ড অব অনার প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী,১ ছেলে ৩ মেয়েসহ বহুগুনগাহী রেখে গেছেন।
এসময় কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন,মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া,মুক্তিযোদ্ধা,প্রশাসন কর্মকর্তা,চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রচার সম্পাদক মো. কামাল পারভেজ মিয়াজী,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইসমাইল হোসেন মিয়াজী,মরহুমের আত্মীয় স্বজনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩ ফেব্রুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur