চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারের নিতিমালা না মেনে ইটভাটা পরিচালনা করায় মেসার্স মাহবুব ব্রিক
ফিল্ডকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩১ জানুয়ারি সোমবার বিকেলে উপজেলার পাইকপাড়া দক্ষিন ইউনিয়নের গাজীপুর এলাকায় মেসার্স মাহবুব ব্রিকফিল্ডে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট শিউলী হরি।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর আওতায় ওই ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন, এসআই বরকত উল্যাহসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরি জানান, ইটভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানো, লাইসেন্সের নীতিমালা না মানা ও অন্যান্য অনিয়মের মাধ্যমে ইট প্রস্তুত করায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়ছে। এ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: শিমুল হাছান, ৩১ জানুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur