চাঁদপুরের কচুয়া উপজেলার ১১নং গোহট দক্ষিন ইউনিয়নের চাপাতলী গাউছুল আজম ব্রিক ফিল্ডে লাইসেন্সসহ অন্যান্য সঠিক নির্দেশনা না মানায় ব্রিক ফিল্ডের মালিক মনির হোসেন মজুমদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩১ জানুয়ারি সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ অনুযায়ী এ জরিমানা করেন। এসময় পুলিশ প্রশাসন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে শুধু গাউছুল আজম ব্রিক ফিল্ড এ ত্রুটি বিচ্যুতি নয়, কমবেশি সব ব্রিক ফিল্ডেই নানান অভিযোগ রয়েছে। তাই কচুয়ার অন্যান্য ব্রিক ফিল্ডগুলোতে অভিযান পরিচালনা করার দাবি জানিয়েছেন সচেতন মহল।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩১ জানুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur