চাঁদপুরের কচুয়া পৌরসভাধীন হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় সংলগ্ন পূর্ব পাশের সড়কটি বিদ্যালয় ঘেঁষে পলাশপুর রাস্তার সাথে মিলিত হয়েছে।
এই ঝুঁকিপূর্ন সড়ক দিয়ে প্রতিদিন বিদ্যালয়ের শিক্ষক,কোমলমতি শিক্ষার্থীর পাশাপাশি অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল করে থাকে। প্রায় দুবছর যাবত রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। রাস্তার অনেকাংশ পাশ্ববর্তী পুকুরে দেবে গেছে। বেশ কয়েকদিন ধরে বিদ্যালয়ের দেওয়ালের কিছু অংশ ভেঙ্গে পুকুরে পরে গেছে।
স্থানীয় অধিবাসী জামাল হোসেন,সুরুজ,আনোয়ারসহ কয়েকজন জানান, প্রায়ই এ স্থানে দুর্ঘটনা হচ্ছে। রাস্তা নয় এ যেন মরণ ফাঁদ। যে কোন সময় মানুষ গাড়ীসহ পাশ্ববর্তী পুকুরে নিমজ্জিত হয়ে বড় ধরনের দুর্ঘটার আশংকা রয়েছে।
স্থানীয়রা অচিরেই পৌর কতৃপক্ষ নিকট রাস্তাটির পাশে গাইড ওয়াল নির্মাণ করে সংস্কারের দাবী জানিয়েছেন।
কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন চাঁদপুর টাইমসকে জানান, সড়কটি আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুকুরের পাশে গাইড ওয়ালসহ অচিরেই রাস্তাটি সংস্কারের জন্য দরপত্র আহবানের প্রক্রিয়ায় আছে।
প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু,২৭ জানুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur