ব্রাহ্মণবাড়িয়া থেকে রাকিবুল হাসান নুর:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে ঢাকাগামী মহানগর প্রভাতী (৭২১) এক্সপ্রেস ট্রেন থেকে ৪৩ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বিজিবি-১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম ভারতীয় জিরা জব্দ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, দুপুর ১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছুলে গোপন সূত্রে খবর পেয়ে আখাউড়া বিওপির টহলরত বিজিবি সদ্যরা ট্রেনে অভিযান চালায়। এ সময় ট্রেনের যাত্রীবাহী কামড়া থেকে ৪৩ কেজি ভারতীয় জিরা জব্দ করে বিজিবি সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur