চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ ও তাঁর স্ত্রী চাঁদপুর জেলা পরিষদের সদস্য ইয়াছমিন আহমদ করোনায় আক্রান্ত।
তিনি রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডে অংশ নেয়ার কারনেই হয়তো করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন।
চাঁদপুর জেলা ঠিকাদার সমিতির সাবেক সভাপতি, মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাবেক সভাপতি, মতলব উত্তর উপজেলার সাবেক শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী, মতলব উত্তর উপজেলার কয়েকটি হাই স্কুল পরিচালনা কমিটির বর্তমান ও সাবেক সভাপতি, মতলব উত্তর উপজেলাস্থ ফরাজীকান্দি ইউনিয়নের কৃতি সন্তান মনজুর আহমদ ২৪ জানুয়ারি সোমবার স্যাম্পেল টেস্টের মাধ্যমে জানতে পারেন যে তিনি ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে পরেছেন।
মনজুর আহমদ ও তার সহধর্মিনী বর্তমানে নিজ বাসাতে থেকেই ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা নিচ্ছেন।রোগমুক্তির জন্য সমাজসেবক, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মনজুর আহমদ সকলের কাছে দোয়া চেয়েছেন।
নিজস্ব প্রতিবেদক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur