চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ করোনা আক্রান্ত হয়েছেন। ২৪ জানুয়ারি সোমবার রাতে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার তিনি শারীরিক অসুস্থতা বোধ করেন। সোমবার দুপুরে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নমুনা প্রদান করেন। পরে রাতেই তার নমুনার রিপোর্ট পজিটিভ আসে। করোনা আক্রান্ত হলেও তার শারীরিক অবস্থা ভালো আছে। বর্তমানে তিনি তার সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।
প্রসঙ্গত, গত সপ্তাহে তিনি ঢাকায় ৩ দিনব্যাপী জেলা প্রশসক সম্মেলনে যোগ দিয়েছিলেন। রোববার চাঁদপুরে এসে অফিস করেন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur