দেশে পলিথিনের ব্যবহার বন্ধে প্রতি মাসে উপজেলা পর্যায়ে দু’টি আর জেলা পর্যায়ে একটি করে মোবাইল কোর্ট পরিচালনার করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
বুধবার ১৯ জানুয়ারি রাজধানীর ওসামানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
পাটমন্ত্রী বলেন,‘আমরা পলিথিনের ব্যবহার বন্ধ করে জুট ব্যাগিংয়ে চলে যেতে চাই। পলিথিন বন্ধে উপজেলা পর্যায়ে প্রতি মাসে অন্তত দুটি এবং জেলা পর্যায়ে একটি মোবাইল কোর্ট পরিচালনা করতে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছি। তারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন, যাতে করে ব্যাগিং পলিথিনের ব্যবহারটা বন্ধ হয়।’
গোলাম দস্তগীর বলেন, ‘পূর্ব পাকিস্তানের সবচেয়ে বেশি আয় ছিল পাট খাত থেকে। আমরা আবার পাটের ব্যবহারে চলে যেতে চাই। আমার আশা,পাট ও বস্ত্র খাত আবার পুরোপুরি ফিরে আসবে।’
খুলনায় পাটকল বন্ধ করে যে আধুনিকায়নের পরিকল্পনার করা হয়েছে সে বিষয়ে জানতে চাইলে পাটমন্ত্রী বলেন, ‘পাটকলের লিজ পদ্ধতির ম্যানেজমেন্ট থাকবে বেসরকারি হাতে। আমরা ইতোমধ্যে পাঁচটি টেন্ডার করেছি। আগামিতে তাদের কাছে সেগুলো হ্যান্ড ওভার করে দেবো। ইতোমধ্যে দু’টি টেন্ডার হ্যান্ড ওভার হয়ে গেছে।’
করোনা মহামারির কারণে দু’বছর বিরতির পর মঙ্গলবার ১৮ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারপ্রধান দেশের জনগণের জন্য কাজ করার পাশাপাশি জেলা পর্যায়ের এ শীর্ষ কর্মকর্তাদের ২৪টি নির্দেশনা দেন।
বার্তা কক্ষ ,
১৯ জানুয়ারি ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur