বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কৃষকরা যাতে আলুর ন্যায্য মূল্য পান, তা নিশ্চিত করতে রপ্তানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, ‘নতুন আলু বাজারে আসতে শুরু করেছে। সে কারণে আলুর দাম কিছুটা কমেছে। আলুর মূল্য স্বাভাবিক হয়ে আসবে। এছাড়া, কৃষকরা যাতে আলুর ন্যায্য মূল্য পান তা নিশ্চিত করতে রপ্তানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বাণিজ্যমন্ত্র তাঁর নির্বাচনি এলাকা রংপুর জেলার কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন গ্রামের অসহায় দুঃস্থ শীতার্ত মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
তিনি বলেন, দেশে করোনার প্রকোপ কিছুটা বেড়েছে। করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরতে হবে, আমাদের স্বাস্থ্য বিধি মানতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারের স্বাস্থ্য বিভাগ সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। করোনার সংক্রমণ প্রতিরোধে সারাদেশে সকল নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে। নিজ দায়িত্বে সকলকে ভ্যাকসিন গ্রহণ করতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন,‘নতুন বছরের শুরুতেই করোনা সংক্রমনের হার কিছুটা বৃদ্ধি পাবার কারণে দেশে ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। মানুষের আয় বেড়েছে। দেশের শহর থেকে শুরু করে গ্রামগঞ্জে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটেছে, এর ফলে বেড়েছে আমদানি রপ্তানি। জাতির পিতা বঙ্গবন্ধু অসহায় মানুষদের ভালোবাসতেন। তারই কন্যা প্রধানমন্ত্রী অসহায় মানুষদের সবসময় খোঁজ খবর নেন। ’
কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন, হারাগাছ পৌর সভার সাবেক মেয়র হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান প্রমুখ।
বার্তা কক্ষ ,
১৭ জানুয়ারি ২০২২