বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে জেলা বিএনপির সমাবেশকে ঘিরে বিশাল মিছিল করেছে চাঁদপুর কলেজ ছাত্রদল। ১২ জানুয়ারি বুধবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল গাজী ও সদস্য সচিব মো. আল আমিন মুন্সির নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয়।
চাঁদপুর সরকারি কলেজের সামনে থেকে শত শত নেতাকর্মীদের অংশগ্রহণে ব্যানার-ফেস্টুন সম্বলিত সুশৃঙ্খলাবব্ধ বিশাল মিছিলটি শহরের গুরুপূর্ণ সড়ক পদক্ষিণ করে জেলা বিএনপির সমাবেশ যোগদান করে।
এসময় কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তিসহ অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে নানা রকম শ্লোগান দেয়।
মিছিলটি জেলা বিএনপির সমাবেশ যোগদান করলে কেন্দ্রীয় এবং জেলার নেতারা তাদের করতালি দিয়ে স্বাগত জানায়।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ১২ জানুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur