বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্থন দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১০ জানুয়ারী সোমবার বিকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দলের সিনিয়র সহসভাপতি রফিকুল আমিন কাজলের সভাপতিত্বে ও যুগ্মসম্পাদক আলমগীর হোসেন স্বপনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.জাহিদুল ইসলাম রোমান, ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মাহফুজুল হক, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সামাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাও. শহিদুল্লাহ, সদস্য নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ, কামাল মিয়াজী, পৌর যুবলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন টিটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ, যুগ্ম-সম্পাদক রবিউল হোসেন, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম প্রমুখ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
প্রতিবেদক: শিমুল হাছান, ১০ জানুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur