Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় দোকানপাট ভাঙচুর, আহত ৩
নির্বাচন

ফরিদগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় দোকানপাট ভাঙচুর, আহত ৩

চাঁদপুরের ফরিদগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় দোকানপাট ভাংচুর, নগদ অর্থ লুট এবং তিন জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

৬ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া আরিফ সুপার মার্কেটে বজন্দ্র চন্দ্র ঘোষের দোকান ভাঙচুর ও নগদ অর্থ লুট হয়েছে। হামলাকারীদের আঘাতে দোকানী বজন্দ্র ঘোষ, তার ছেলে হরি চন্দ্র ঘোষ ও সাধন চন্দ ঘোষ গুরুতর আহত হয়।

হামলার বিবরনে জানা যায়, গত ৫ জানুয়ারি ৫ম দাপের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান তালুকদারের ঘোড়া প্রতীকের এজেন্ট ছিলেন দোকানদার বজন্দ্র ঘোষের ছেলে পলাশ চন্দ্র ঘোষ। তারই প্রতিবাদে পরাজিত নৌকা প্রার্থীর পক্ষে শ্রীকালিয়া ৩ নং ওয়ার্ডের লিটন দেবনাথ, শমীর ঘোষ, রাব্বি, আমজাদ, হৃদয়সহ সংর্ঘবদ্ধ দল দোকানে হামলা চালায়। এতে দোকানের বিভিন্ন মালামাল ভাংচুর, দোকানের ক্যাশ থেকে নগদ প্রায় ৬০ হাজার টাকা লুট হয়। একই সময় হামলাকারীদের আঘাতে দোকানী বজন্দ্র চন্দ্র ঘোষ, তার ছেলে হরি চন্দ্র ঘোষ ও সাধন চন্দ ঘোষ গুরুতর আহত হয়। এদের মধ্যে একজনকে গুরুতর যখম অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার পরবর্তীতে হামলাকারীদের পক্ষে গুপ্টি পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভদ্র, নৌকা প্রতীকে নিবার্চনে পরাজিত প্রার্থী আ. গনি বাবুলের ছেলে দিপু পাটোয়ারি আরো উক্তাপ ছড়ায়।

বজন্দ্র ঘোষের ছেলে পলাশ ঘোষ বলেন, আমি ঘোড়া প্রতীকের এজেন্ট ছিলাম। নৌকা প্রতীকের লোকজন আমাকে না পেয়ে আমাদের দোকানে ভাঙচুর ও লুটতারাজ চালিয়ে বাবা ও ভাইদের উপর অতর্কিত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী সাহিদুল আলম, আপন, কাউছার ও বাবু বেপারী বলেন, তারা তুচ্ছ বিষয় নিয়ে এমন ধরনের হামলা চালানো দুঃখজনক। নির্বাচন শেষ আমরা এলাকায় শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।

খবর পেয়ে পুলিশের মোবাইল টিমের প্রধান এস আই রমিজ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবেশ শান্ত রাখার লক্ষে কাজ করতে দেখা যায়।

প্রতিবেদক: শিমুল হাছান, জহিরুল ইসলাম জয়, ৬ জানুয়ারি ২০২২