চাঁদপুরের হাইমচর-কচুয়ায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের বাহের চরে এ ঘটনা ঘটে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, উপজেলার নীলকমল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ৩০০ মিটার দূরে একজনের মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে তাকে বহিরাগত বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি।
এর আগে চাঁদপুরে নির্বাচনী সহিংসতায় ২ জন নিহতের খবর নিশ্চিত করেছিলেন পুলিশ কর্মকর্তারা। তবে পরে জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কচুয়ার শরীফ এখনো গুরুতর আহত অবস্থায় জীবিত আছেন।
স্টাফ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur